নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় পড়ে সাজিদ কবির নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে টেকনাফের সাবরাং ইউনিয়নের খাটাবনিয়া এলাকার কক্সবাজার সমবায় অফিসে কর্মরত মো. কবিরের একমাত্র ছেলে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে সাজিদের মোটর সাইকেলটি দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকা মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।
সাজিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-