টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
আটকরা হলো- উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫) এবং আবুল হোসেনের ছেলে মো. মোস্তাক আহম্মদ (২১)। তারা সম্পর্কে পিতা-পুত্র বলে জানা গেছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মাঝের পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হলেও অন্য দুই কারবারি কৌশলে পালিয়ে যায়। পরে আটক মাদক কারবারিদের হেফাজত থেকে দেড় লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক কারবারিরা ইয়াবা মজুদ রেখে সুযোগ বুঝে দেশের বিভিন্ন জায়গায় পাচার করতো।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-