জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা বিএনপির ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জালিয়াপালং সোনাইছড়ি কাসেম মার্কেটে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চৌধুরী বলেন,”বিএনপি একটি সুসংগঠিত গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশ স্বাধীন হওয়ার পর যখন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিলো তখনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সে-ই গণতন্ত্রে বিশ্বাসকে মানুষের মাঝে ছড়িয়ে দেশ পুনর্গঠনে গত আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে সেটি সবসময় স্মরণে রেখে সামনের দিকে আগাতে হবে। আগামী ৪ জানুয়ারি ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মীসভা জনসমুদ্রে রূপ দিতে সবাইকে প্রস্তুত থাকবে হবে।

উখিয়া উপজেলার জনসাধারণকে দেখিয়ে দিতে হবে জালিয়াপালং ইউনিয়নের মাটি বিএনপি তথা শাহজাহান চৌধুরীর ঘাটি।”

আরও খবর