মহেশখালীতে সাজাপ্রাপ্তসহ আরও ৭ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে বন মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশের আভিযানিক দল।

২১ ডিসেম্বর (শনিবার) গভীররাতে রাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই মন্টু দে, এসআই রাইটন দেব, এএসআই এমদাদ, এএসআই শিবল, এএসআই লিংকন সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নয়াপাড়া এলাকার আবদুল্লাহ মিস্ত্রির ছেলে বন-৭৬/০৭ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মকবুল আহম্মদ (৩৫), কালামাছড়ার ভুলু মহাজনের ছেলে বন-৭৬/০৭ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সত্য দে ওরফে বুছক মহাজন (৪০), সিআর ১৫৩/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. ওসমান, সিআর-১৫৩/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সৈয়দ আলম, সিআর-১৫৩/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল ওয়াদুদ, সিআর-১৫৩/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল মাজেদ এবং সিআর-৩৫৭/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাদশা মিয়া।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, পুলিশের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বিশেষ অভিযান পরিচালনা করে বনমামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর :

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগে গত দুইদিনে মাদক, অস্ত্র ও হত্যাসহ ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ফয়সাল ও সাজাপ্রাপ্ত আসামি শাহীনসহ ৯ অপরাধীকে গ্রেফতার করেছে করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসে এ পর্যন্ত ১২ জন সাজাপ্রাপ্তসহ ৩৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং গেল নভেম্বর মাসে ৩৭ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৬ অপরাধীকে গ্রেফতার করে রেকর্ড করে জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম!

আরও খবর