এড. রাখাল মিত্রের মৃত্যুতে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও সনাতনী সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব এডভোকেট রাখাল চন্দ্র মিত্র পরলোকগমন করেছেন। ওঁ দিব্যান্ লোকান স গচ্ছতু।

তিনি ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ৬৫ বছর বয়সে চট্টগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রবিবার রাতেই কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে এডভোকেট রাখাল মিত্রের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

এডভোকেট রাখাল চন্দ্র মিত্রের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে শোক জানিয়েছেন সভাপতি এডভোকেট বাপপী শর্মা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম।

বিবৃতিতে নেতৃবৃন্দ রাখাল মিত্রের আত্মার সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য-এডভোকেট রাখাল চন্দ্র মিত্র ছিলেন অত্যন্ত বিনীয়, সদালাপী, সংস্কৃতিমনা ও ক্রীড়াপ্রেমি একজন লোক।

আরও খবর