নিজস্ব প্রতিবেদক :
মাদক, অস্ত্র ও হত্যাসহ ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ফয়সাল ও সাজাপ্রাপ্ত আসামি শাহীনসহ ৯ অপরাধীকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
গেল বৃহস্পতিবার ও শুক্রবার গভীররাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই জীবন দে, এএসআই লিংকন, এএসআই রিয়াজ, এএসআই শিবল দেব, এএসআই এমদাদ, এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম
গ্রেফতারকৃতরা হলেন, মাদক, অস্ত্র ও হত্যাসহ ৭টি মামলার আসামি মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার মো. ফোরকানের ছেলে মহিউদ্দিন ওরফে ফয়সাল, পারি-২৭/১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী হরিয়ার ছড়া এলাকার মো. নাছিরের ছেলে শাহীন আলম, জিআর-৫৪/০২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ হোসেন, জিআর-১৬৩/১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. হাছান, জিআর-০৮/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাবেকুন নাহার, জিআর-০৮/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাহবুব আলম, জিআর-৬৭/০৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রেশমা আক্তার, সিআর-৩২২/২৩ মামলার আসামি আবুল বশর এবং জিআর-৫০৪/২০ মামলার আসামি নুর নবী।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, পুলিশের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, অস্ত্র ও হত্যাসহ ৭টি মামলার আসামি ফয়সালসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট খবর :
তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত ১০ জন সাজাপ্রাপ্তসহ ২৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং গেল নভেম্বর মাসে ৩৭ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৬ অপরাধীকে গ্রেফতার করে রেকর্ড করে জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-