নারী ফুটবলার রিপাকে উখিয়া উপজেলা মহিলা দলের সংবর্ধনা

ইমরান আল মাহমুদ:


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উখিয়া উপজেলা শাখার উদ্যোগে সাফজয়ী নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার(১৮ ডিসেম্বর) বিকেলে জালিয়াপালং উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ।

মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সোনিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন,”অজপাড়াগাঁ থেকে রিপা বিদেশের মাটিতে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিনিধিত্ব করে দেশের সুনাম বয়ে এনেছে। তার এ কৃতিত্বে আমরা গর্বিত। কারণ, সে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাইছড়ি গ্রাম থেকে উঠে আসা। অতীতে রিপা অনেক সাফল্য অর্জন করেছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো সংবর্ধনার আয়োজন হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এ সংবর্ধনা থেকে তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভবিষ্যতে সে অনেকদূর এগিয়ে যাবে সেটি আমাদের সকলের প্রত্যাশা।”

সভাপতির বক্তব্যে আইরিন মাহমুদ বলেন,”রিপা আজকে জাতীয় টিমের একজন অত্যন্ত ভালো খেলোয়াড় হয়ে বিশ্বের দরবারে সুনাম বয়ে আনছে। আমরা সবাই রিপার এ কৃতিত্ব মনে রেখে আমাদের মেয়েদেরকে খেলাধুলার দিকে আরও উৎসাহিত করবো। মেয়ে বলে খেলা করতে পারবেনা সেটি বলা যাবেনা। বাঁধা না দিয়ে আরও অনুপ্রেরণা দিয়ে সামনে আগানোর সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উখিয়া উপজেলা শাখা সবসময় সহযোগিতা করবে।”

সংবর্ধিত অতিথি শাহেদা আক্তার রিপাকে কাছে পেয়ে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দরা ফটোসেশান সহ উচ্ছ্বাসে মেতে উঠেন এবং ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাওয়ার প্রশংসা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজীব, সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ, জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ আমিন চৌধুরী, উপজেলা মহিলা দলের সহ সভাপতি মনোয়ারা বেগম মিনু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মহিলা দলের সহ সভাপতি রশিদা আক্তার,রোকেয়া বেগম, রত্নাপালং ইউনিয়ন মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন সহ নেতৃবৃন্দরা।

বক্তব্য শেষে শাহেদা আক্তার রিপাকে উপজেলা মহিলা দলের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা ও সোলতান মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ২০হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুটবলার শাহেদা আক্তার রিপা বলেন,”আজকে আমার নিজের স্কুলে উখিয়া উপজেলা মহিলা দলের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সত্যিকার অর্থে আমি আনন্দিত এবং গর্বিত।”

আরও খবর