সেন্টমার্টিনে আবারও আসছে মিয়ানমারের গোলার বিকট শব্দ

টেকনাফ প্রতিনিধি :

রাখাইনে মংডু শহর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলের পর ফের সেখান থেকে বিকট শব্দ এসেছে সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পেয়েছেন স্থানীয়রা। এই সময়ের পরও কয়েকবার শব্দ এসেছে। শাহপরীরদ্বীপ সীমান্তের নাফ নদের ওপারে মিয়ানমারের মুংডু টাউনশিপের আশপাশে ৩/৪ কিলোমিটার এলাকায় গোলাগুলি হচ্ছে বেশি।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।

তিনি বলেন, এসব এলাকা থেকে মিয়ানমার সীমান্ত অনেক দূরে হওয়ায় এপারের মানুষের জন্য তেমন ঝুঁকি নেই।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ইউপি সদস্য খোরশেদ আলম জানান, বুধবার সকাল থেকে থেমে থেমে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। সেন্টমার্টিনের দক্ষিণে জান্তা সরকারের জাহাজ থেকে আরকান আর্মির উদ্দেশে গুলি বর্ষণ করছে। এতে চরম উদ্বেগে রয়েছে সীমান্তবর্তী এলাকাবাসীরা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। তবে পর্যটক ও সেন্টমার্টিনবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। মিয়ানমারের গোলাগুলির পরিস্থিতির কারণে আমাদের বিজিবির পাশাপাশি কোস্টগার্ড নাফ নদ-বঙ্গপোসাগরে টহল অব্যাহত রেখেছে।’

শাহপরীরদ্বীপ সীমান্তের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘বেশ কয়েকদিন পর আবার আজকে সকালে ওপার থেকে গুলির শব্দ পাওয়া গেছে। তবে সেটি অন্যবারের তুলনায় শব্দ কম ছিল। জেলেদের থেকে শুনেছি আগুনের কুণ্ডলীও দেখছে। ফলে রোহিঙ্গার এপারে প্রবেশের শঙ্কাও রয়েছে। তবে আমাদের সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে আছেন।

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। পাশাপাশি অনুপ্রবেশ রোধসহ সীমান্তে যেকোনও মোকাবিলায় রয়েছে বিজিবি।’

আরও খবর