বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি,উখিয়া:

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে উখিয়া উপজেলায় অবস্থিত ক্যাম্প-৪ এর সিআইসি অফিস দরবার হলে ৩৩ জন শিশুর মাঝে শিক্ষা উপকরন, খেলাধুলা উপকরন এবং ইদ পোশাক হিসেবে জামাকাপড় ও জুতা প্রদান করা হয়।

গত মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্প-৪ এর সিআইসি অফিসের দরবার হলে এসব উপকরণ বিতরণ করা হয়।

উক্ত উপকরণ বিতরন অনুষ্ঠানে ক্যাম্প-৪ এর সিআইসি মোঃ দিদারুল আলম, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী এবং এসিস্ট্যান্ট সিআইসি মোঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পাশাপাশি শিশুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে লেখাপড়া করার জন্য উৎসাহিত করেন। এই সময় আরোও উপস্থিত ছিলেন সুশীলনের প্রজেক্ট কোর্ডিনেটর এবং অন্যান্য কর্মীবৃন্দ।

একই সাথে ওবাট হেলপার্স এর সহযোগিতায় ২৫৫ জন শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে ৪ দিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্প চলমান থাকে। এই সময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জহির ইকবাল, শিশু বিশেষজ্ঞ ডা. তহমিনা আক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উম্মে কুলসুম ও সুশীলনের প্রতিনিধিবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।

আরও খবর