১৭ বছর পর স্বর্ণ মন্দিরের মূর্তি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক :

মহেশখালীতে স্বর্ণ মন্দির থেকে মূর্তি চুরি মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছর পর তাকে কক্সবাজার সদরের সাহিত্যিকা পল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত নুরুল আলম মহেশখালীর মুহুরীর ডেইল এলাকার আব্দু চৌকিদারের ছেলে। গত ১৪ ডিসেম্বর (শনিবার) এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট খবর ↓

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, ২০০৭ সালে মহেশখালী স্বর্ণ মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় মামলা হলে গ্রেফতার নুরুল আলম এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আদালত তাকে ৪ বছরের সাজা দেন। অবশেষে ১৭ বছর পর তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, গ্রেফতার নুরুল আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত ৭ জন সাজাপ্রাপ্তসহ ১২জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং গেল নভেম্বর মাসে ৩৭ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৬ অপরাধীকে গ্রেফতার করে রেকর্ড করে জেলার শ্রেএসআই মহসিন চৌধুরী-পিপিএম!

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর