উৎপাদন বাড়াতে উখিয়ায় ৫ হাজার কৃষক পেলেন বোরো ধানবীজ

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ হাজার প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে উফসী ও হাইব্রিড বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) যারিন তাসনিম তাসিন। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।

এসময় সহকারী কমিশনার (ভুমি) যারিন তাসনিম তাসিন বলেন, চলতি বছর বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এ ধানবীজ বিতরণের জন্য আমরা সব প্রস্তুতি শেষ করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছি। হাইব্রিড বোরো বীজতলা তৈরির জন্য দ্রুত এসব ধানবীজ বিতরণ সম্পন্ন করা হচ্ছে। এতে উপজেলায় বোরো হাইব্রিড ধানের চাষ বাড়বে। সেইসঙ্গে বাড়বে উৎপাদনও।

কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে উফসী ও হাইব্রিড বীজ বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক দিলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।

তিনি আরও জানান, বর্তমান সরকার কৃষকদের কৃষিকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন সুবিধা দিয়ে আসছে।কৃষিখাতের উন্নয়নে উখিয়া উপজেলাকে রোল মডেল করতে কৃষি বিভাগ বদ্ধপরিকর।

উক্ত কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও তিন শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

আরও খবর