উখিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোর্টবাজারে আনন্দ মিছিল


ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলা বিএনপির নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে কোর্টবাজার স্টেশনে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকেলে কোর্টবাজার দক্ষিণ স্টেশন ঝাউতলা রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু হয়। কক্সবাজার-টেকনাফ সড়কের কোর্টবাজার মূল স্টেশন প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে পথসভায় মিলিত হয়।

মিছিলে,”সরওয়ার-সোলতান পরিষদ,সবার সেরা পরিষদ, শাহজাহান চৌধুরীর আর্শীবাদ, উখিয়া উপজেলা বিএনপি জিন্দাবাদ” সহ নানা স্লোগানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মনির। এদিকে, নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল,ছাত্রদল সহ সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী।

উল্লেখ্য, গতকাল বুধবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এ্যাড. শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উখিয়া উপজেলা বিএনপির ৭ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহবায়ক ও সোলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যথাক্রমে, এম মোকতার আহমদ, তারেক মাহমুদ রাজীব চৌধুরী, জহুর আহমদ চৌধুরী, সাবের আহমদ কন্ট্রাক্টর ও দলিলুর রহমান শাহীন।

আরও খবর