টেকনাফ সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সোহেল (২২) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সোহেল মিয়ানমারের মংড়ু থানার নয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং কোনাপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে কোনাপাড়া মাঠ এলাকায় ঢুকলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-