চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘদিন পর আবারো অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তাকে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় এই দায়িত্ব পেলেন তিনি।

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

আরও খবর