সেবার ব্রত নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : এসপি রহমত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

সেবার ব্রত নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আরো অধিক পরিসরে কক্সবাজার জেলা পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনে করতে হবে। যাতে পুলিশ বাহিনীর কার্যক্রম ও সেবার মান নিয়ে সাধারণ মানুষের মাঝে আস্থা ও ইতিবাচক মনোভাব গড়ে উঠে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়।

কক্সবাজার সদর সার্কেলে নতুন পদায়ন করা এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) আহমেদ পেয়ার সোমবার (৯ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করতে গেলে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ আহবান জানান। এসময় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসপি মুহাম্মদ রহমত উল্লাহ আরো বলেন, শাসক নয়, সেবক হয়েই পুলিশের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্ মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর