সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে র্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য খালেক ও তার দুই সহযোগীকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) কক্সবাজার শহরতলির দক্ষিণ ডিকপাড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১৫।
আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের এসএম পাড়ার মৃত লোকমান হাকিমের আব্দুল খালেক (২৯), জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়ার রশিদ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়ার মৃত অছিউর রহমানের ছেলে ছুরুত আলম (৫৭)।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-