মাদকসহ ৪ জন গ্রেপ্তার, মাইক্রো জব্দ

চট্টগ্রাম :

চট্টগ্রামের কর্ণফুলী ও ফেনীতে পৃথক দুইটি অভিযান চালিয়ে ৮ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এবং ফেনীর মধ্যম রামপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) সকালে র‍্যাব -৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – ঢাকা গোপালগঞ্জ এলাকার মিলন (৩০), আব্দুল জলিল (৪৮), ঢাকা সাভার এলাকার মোঃ ফিরোজ আহমেদ (২৩) এবং কাজল (১৯)।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার বিকেলে কর্ণফুলী ক্রসিং এলাকায় র‍্যাব -৭ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মিলন ও জলিলকে গ্রেপ্তারসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

একইদিন ফেনীর মধ্যম রামপুর এলাকায় একটি বাস তল্লাশি চালিয়ে ২ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ ফিরোজ ও কাজলকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিদের কর্ণফুলী ও ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর