মহেশখালীতে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি পুলিশের জালে!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুস সবুর (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) গভীররাতে উপজেলার টাইম বাজার এলাকায় এসআই মহসীন চৌধুরী-পিপিএম , এএসআই শিবল দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, মহেশখালীর কুতুবজোম এলাকার মৃত মোজাহের আহমেদের ছেলে। সে এসটি-১২৭২/১৮ ও এসটি-১২৮৪/১৭ (প্রতারণা) দু’টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় হওয়ার পর থেকে সে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পলাতক ছিল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ২০১৭ ও ১৮ সালের মহেশখালী থানার দুই মামলায় আদালত সবুরকে কারাদণ্ড দেন। বৃহস্পতিবার গভীররাতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিৎ হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার সবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এ-র আগের দিন নারী ও শিশু নির্যাতন মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ অপরাধীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, মহেশখালী থানার সদ্য যোগদানকৃত এসআই (উপপরিদর্শক) মহসিন চৌধুরী-পিপিএম একমাসে বাংলাদেশের রেকর্ড পরিমাণ আসামি ধরে কক্সবাজার জেলায় ১১তম বারের মতন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার নির্বাচিত হয়েছেন।

আরও খবর