মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে নারী ও শিশু নির্যাতন মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) গভীররাতে এসআই মহসীন চৌধুরী-(পিপিএম), এসআই অসীম চন্দ্র, এসআই মোশারফ, এসআই রাইটন, এএসআই শিবল, এএসআই নাছির, এএসআই এজাহারসহ পুলিশের আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, সিপাহীর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নাঃ শিঃ ৬৭৬/১৮ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ছালামত উল্লাহ, কুতুবজোমের আব্দুল জলিলের ছেলে জিআর ১৬৩/২২ (মাদক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নেজাম উদ্দিন (৪০), সিআর ২৭২১/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনছারুল করিম (২৮), বন ৩৫/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবু বক্কর, জিআর ৩১৪/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছদর আমিন(৪০) এবং জিআর ৩১৪/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলমগীর হোসেন।

বিষয়টি নিশ্চিত করে এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইছার হামিদ বলেন, পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া সাজা ও পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর