সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি গঠন: সভাপতি তাহজীবুল, সম্পাদক সাজিন

 

কক্সবাজার প্রতিনিধি :

প্রথমবারের মতো কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) “কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিস্ট সোসাইটি (সিজেএস)” গঠন করা হয়েছে।

এতে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি তাহজীবুল আনাম সভাপতি, টিটিএন এর আসিফুজ্জামান সাজিন সাধারণ সম্পাদক ও সিবিএন এর তৌহিদুল ইসলাম ফরহাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এ্যান্ড মিডিয়া) ও সিজেএস কো-অর্ডিনেটর ইমাম খাইর।

অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি রোকসানা সুমি, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল, প্রচার সম্পাদক এনামুল হক।

কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ নূর, ইমরুল ইবনে হোসাইন, আব্দুল্লাহ আল ফয়সাল, দেলোয়ার হোসেন সাইদি এবং মোহাম্মদ সাজ্জাদ।

পরবর্তীতে উপস্থিত সকলের মতামতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান ও ইংরেজি বিভাগের শিক্ষক আদিল ইলাহিকে উপদেষ্টা করা হয়েছে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে। বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটিকে সকল সহযোগিতা নিশ্চিত করা হবে। সাংবাদিকতার এই মহান পেশায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের এবং নির্বাচিত সংগঠকদের অভিনন্দন জানাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) সোসাইটির কো-অর্ডিনেটর ইমাম খাইর জার্নালিস্ট সোসাইটির এই যাত্রা শুরুর মাধ্যমে জেলায় সাংবাদিকতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন।

আরও খবর