মহেশখালীতে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ধরা ৬

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের মহেশখালীতে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৬ নভেম্বর (মঙ্গলবার) গভীররাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই রায়টন, এসআই জীবন দে, এএসআই এজাহার, এএসআই এমদাদ, এএসআই লিংকন, এএসআই শিবল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জামিছড়ি এলাকার সাহাব মিয়ার ছেলে বন ১৭/০৮ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি রশীদ মিয়া, আন্দারঘোনা এলাকার আকবর আলীর ছেলে জিআর ১২১/০৭ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাহবুব আলম, কালামারছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে জিআর ১৫৯/২০০০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কালা মিয়া, ঝাপুয়া এলাকার সরদ মিয়ার ছেলে সিআর ৬৬/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি নুরুন্নবী ও তার সহধর্মিণী ছাবেকুন নাহার এবং কবির আহমেদের ছেলে সিআর ৬৬/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি মকছুদ আহমদ।

এই তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, পুলিশের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্তসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর