মহেশখালীতে একরাতে ১১ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

মহেশখালীতে পুলিশের অভিযানে ১১ জন পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।

২৫ই নভেম্বর (সোমবার) দিবাগত রাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই মোশারফ হোসেন, এএসআই লিংকন, এএসআই এমদাদ, এএসআই আল আমিন, এএসআই রাসেল, এএসআই শিবল (মহেশখালী থানার অভিযান টিম) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানে ৭টি জিআর পরোয়ানাভুক্ত ৫ জন এবং ৬টি সিআর পরোয়ানাভুক্ত ৬ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কালারমারছড়া নোনাছড়ি এলাকার বকসু মিয়ার পুত্র শামসুল আলম, আধারঘোনা এলাকার মো. আলীর পুত্র মোহাম্মদ উল্লাহ, মো. নেছারের পুত্র এরশাদ উল্লাহ, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার আবু শমার পুত্র মো. সোনামিয়া, বড় মহেশখালী মুন্সীর ডেইল এলাকার বশির আহমেদের পুত্র জাফর আলম, ফরিদুল আলমের স্ত্রী মাশুকা আক্তার, জাফর আলমের স্ত্রী রাহেনা বেগম, বাঁচা মিয়ার পুত্র ফরিদুল আলম, ঠান্ডা মিয়ার পুত্র মো. সোলাইমান, কালা বাঁশির পুত্র জমির উদ্দিন।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, গেল একমাসে থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদের নেতৃত্বে ৩৭ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৬ অপরাধীকে গ্রেফতার করে রেকর্ড করলেন এসআই মহসিন চৌধুরী-পিপিএম।

আরও খবর