বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ, প্রতিদিন যেতে পারবেন ২,০০০ পর্যটক

কক্সবাজার জার্নাল রিপোর্ট :

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ। তবে কক্সবাজারের কোন ঘাট থেকে জাহাজ ছাড়বে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

নিজাম উদ্দিন আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে যাচাই-বাছাই শেষে কক্সবাজার শহর থেকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা সেখানে রাত্রিযাপন করতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, ‘জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে কমিটির প্রথম বৈঠক আগামীকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে জাহাজ ছাড়া পয়েন্ট নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে।’