তৃণমূল পর্যায়ে নারী ফুটবল উন্নয়নে কোস্ট ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

সাফ জয়ী সাহেদা আক্তার রিপার উপস্থিতি প্রশিক্ষণার্থীদের দিল নতুন অনুপ্রেরণা”

সংবাদ বিজ্ঞপ্তি :


তৃণমূল পর্যায়ে নারী ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে ইউএনাইচসিআর এর সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্ট ফাউন্ডেশন।

নারী ফুটবলকে এগিয়ে নিতে তারা আন্তঃস্কুল প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, স্কুলভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক সনদপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর মাধ্যমে তারা স্থানীয় কিশোরীদের ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

২০২৩ সালে, কোস্ট ফাউন্ডেশন ৬ জন নারী ফুটবল খেলোয়াড়কে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করে। একই বছরে উখিয়া ও টেকনাফের ৪০ জন স্থানীয় নারী খেলোয়াড়সহ মোট ১২৬ জনকে প্রাথমিক প্রশিক্ষণের আওতায় আনা হয়।

চলতি বছরে, স্থানীয় স্কুলগুলোর সমন্বয়ে ৫টি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এছাড়া, উখিয়া ও টেকনাফের ৪টি ইউনিয়ন থেকে ৪০ জন নারী ফুটবল খেলোয়াড়কে ৭ দিনের নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের শেষ দিনে, খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি এবং ফুটবল কৌশল সম্পর্কে জ্ঞান দিতে সাফ জয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য সাহেদা আক্তার রিপাকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর উপস্থিতি প্রশিক্ষণার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়। খেলোয়াড়রা রিপাকে কাছে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা রিপার সাফল্যের পেছনের গল্প জানতে চায় এবং জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে। রিপাও আন্তরিকতার সঙ্গে তাদের সব প্রশ্নের উত্তর দেন এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকার পরামর্শ দেন।

এই আয়োজনকে ঘিরে মাঠে উপস্থিত ছিলেন UNHCR-এর CBP টিমের জেন্ডার ও GBV অফিসার রুবেল, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ শামসুল আলম সুহাগ, নারী ফুটবল দলের কোচ এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বসহ আরও অনেকে। তাদের উপস্থিতি এই আয়োজনকে আরও অনুপ্রেরণামূলক করে তোলে।

কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগগুলো শুধু নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করছে।

আরও খবর