মুকুল কান্তি দাশ,চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন (৪২) নিহত হয়েছে।
এসময় সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিন ও বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এস.এম আলমগীর আহত হন।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার নলবিলাস্থ খাদ্য গোদামের সামেন এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বোরহান উদ্দিন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মৃত জাফর আহমদের ছেলে ও বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পারী সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- মো.গিয়াস উদ্দিন (৪২) সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার, এস.এম আগমগীর (৪৫) বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানীর রিজিওনাল সেলশ ম্যানেজার।
স্থানীয়রা জানান, রবিবার সকালে বোরহান, গিয়াস ও আগমগীর মোটারসাইকেলে করে পেকুয়া উপজেলার শিলখালীস্থ নিজেদেও বাড়ি থেকে চকরিয়ার উদ্যোশে রওয়ানা দেন।
তাদের বহনকারী মোটারসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ নলবিলা খাদ্যগোদামের সামনে পৌছালে পিছন থেকে ইটভর্তি একটি ডাম্পার গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বোরহান উদ্দিন।
এসময় আহতহন দুই মোটরসাইকেল আরোহী মো.গিয়াস উদ্দিন ও এস.এম আজমগীর।
পরে স্থানীয়দেও সহায়তায় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো.আরিফুল আমিন বলেন, দূর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এদের মধ্যে বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মো.বোরহান উদ্দিন নিহত হন। আহত দুইজনের হাসপাতালে চিৎিসা চলছে।
তিনি আরও বলেন, ঘাতক ডাম্পার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-