নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের গোরামিয়ার গ্যারেজ এলাকায় অবস্থিত বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক, পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম আফজল।
অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখার গুণগতমান বৃদ্ধির পরামর্শ প্রদান করে। অভিভাবকদের বক্তব্য আরো বলেন, প্রতিষ্ঠানটি পরিচালনা করতে এলাকাবাসীদের একত্রিত হয়ে আর্থিকসহ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন। এছাড়াও এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্য মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম আফজল বলেন, বয়ানুল কুরআন মাদরাসা চান আপনার সন্তান হউক কুরআন সুন্নাহর শিক্ষায় ঈমান ও আমলে যুগের গাজ্জালী, কাসেমী, থানভী, ও মাদানি। তিনি আরো বলেন, আধুনিক বাংলা, অংক, ইংরেজি সহ জ্ঞান বিজ্ঞানে ফারাবী, ইবনে সিনা, আল বেরুনি, আল জাবির ইবনে হাইয়ান তথা যুগ চাহিদা মুকাবলায় সর্বক্ষেত্রে উচ্চ স্থানে সমাসীন। তাই আসুন আপনি ও হতে পারেন এই পথ চলার একজন গর্বিত অংশীদার। তাই আপনার কলিজার টুকরো সন্তানকে আগামী-২০২৫ সালে শিক্ষা বর্ষে বয়ানুল কুরআন মাদরাসা উখিয়ায় ভর্তি করিয়ে দিন।
বয়ানুল কুরআন মাদরাসা উখিয়ার ভূবণ সবাই কে স্বাগতম জানান।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, মো:ফরিদুল আলম, হাজী কবির আহমদ, নুরুল আজিম কোম্পানি, খুরশেদ আলম, সিরাজ মিয়া, মাওলানা জামাল উদ্দিন, মাস্টার সাইফুল ইসলাম, মো:শহিদুল ইসলাম, ডা: ফরিদুল আলম, মো: আবছার কোম্পানি, রশিদ আহমদ, মো:রশিদ, শামশুল আলম মিকার, আজিজ উদ্দিন জিহাদী, মো:আলমগীর (আরফাত নার্সারী), মো: আলম হৃদয়, শফিউল আলম, আব্দুর রহমান বাবুল কোম্পানি, আব্দুস শুক্কুর সওদাগর, আক্তার সিদ্দিক, মো: আলম সওদাগর, শাহজাহান মিকার, সার্বিক সহযোগিতায় মো হুসাইন (ভাই ভাই ডেকারেশন), আব্দুল হাকিম আবু, মো: শহিদুল ইসলাম চাহিম, শফিউল আলম (শকু) ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৭ ইং সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-