আমরা সঠিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: শাহজাহান চৌধুরী

এম.এ রাহাত, উখিয়া •

গত ষোল বছরে আপনারা অনেক ধান উৎপাদন করেছেন। ইঁদুর যেন সেই ধান নষ্ট করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা সঠিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য আল্লাহর কাছে ও এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় অতীতে যারা ভোট ডাকাতি করেছিল তাদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করা হবে।

হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদের সভাপতিত্বে শনিবার (২৩ নভেম্বর) উখিয়ার কোর্টবাজারে অনুষ্ঠিত হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
তিনি বলেন, কোন সন্ত্রাসীর জায়গা উখিয়ায় হবেনা।
শান্তির শহর কোর্টবাজারে কিছু চিহ্নিত দুষ্কৃতকারী প্রতিদিন ঘুরাফেরা করে, যারা বিভিন্ন সময় মানুষের ওপর হামলা করে। কোর্টবাজারের সচেতন মানুষকে এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে সহযোগীতা করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি দলিলুর রহমান শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদুল হক ভুট্টো ও আলী হোসাইন সুমনসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম।

আরও খবর