নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার থাইংখালী এলাকার সামাজিক সংগঠন ‘তাজনিমার খোলা ইয়ুথ ফেডারেশন’ কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) তাজনিমার খোলা ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইন চলে।
কর্মসূচিতে তাজনিমার খোলা ইবতেদায়ী মাদ্রাসা ও আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন বয়সী লোকজন অংশ গ্রহণ করেন। সকলে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং সঙ্গে সঙ্গে নির্ণয়ের রিপোর্টও গ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা উৎসবমুখর পরিবেশে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরে সন্তুষ্ট বলে অভিমত ব্যক্ত করেন।
রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগী সংস্থা হিসেবে ছিল উপজেলার আরেক সামাজিক সংগঠন ‘হাসি মুখ ফাউন্ডেশন’।
উল্লেখ্য, ‘তাজনিমার খোলা ইয়ুথ ফেডারেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সংগঠন। সংগঠনটি ২০২২ সালে আত্মপ্রকাশ করে। সংগঠনটি তাজনিমার খোলায় সমাজের উন্নয়ন ও আত্ম-উন্নয়নে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবং আগামীতে এমন কার্যক্রম চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-