নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
আজ শনিবার রাত দশটার দিকে মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-