সাংবাদিক পরিচয়ে গাঁজা বহন, ধরা পড়ে দেন স্বীকারোক্তি

চট্টগ্রাম :

চট্টগ্রামের পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ ফারুক নামক সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক কারবারিকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।

গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি প্রেসের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, থানার সামনে সিএনজি নিয়ে যাওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি খয়েরি রঙের ব্যাগে তল্লাশি চালালে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রায় সময় তিনি ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে মাদক ব্যবসা করতেন। ধরা খাওয়ার পর দেন সহজ স্বীকারোক্তি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে তাকে আজ শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর