উখিয়ার সীমান্তে মিলল ১ লাখ ইয়াবা!

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-১৯ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালংখালী ইউনিয়নের ফারির বিল নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও খবর