উখিয়ায় আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বনবিভাগ

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের কুতুপালং এলাকায় জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা জাহাঙ্গীর আলম নামের এক ব্যাক্তির স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থাপনাটি উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে।

জানা যায়, ২০২২ সালে ওই অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করে। তারই ধারাবাহিকতায় কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” ২০২২ সালে উখিয়া রেঞ্জের সদর বিটের কুতুপালং এলাকায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত। আদালতের নির্দেশে বুধবার একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মামলা নং- ০৬/ উখি অব ২০২২-২৩ইং।

গাজী বলেন,” বর্তমানে উখিয়ার বিভিন্ন এলকায় কিছু ভূমিদস্যূ বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা বা ঘর নির্মাণ করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা বন আইন মানবে না তাদের বিরুদ্ধে বনবিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও শীতকালীন ডাম্পারের দৌরাত্ম বৃদ্ধি থামাতে এবার কঠোরভাবে মাটি পাচার রোধ করা হবে।”

উচ্ছেদ অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।

আরও খবর