মহেশখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

কক্সবাজার জার্নাল ডটকম :


কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও প্রতারণা, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৮ নভেম্বর (মঙ্গলবার) গভীররাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই রায়টন দেব,এসআই সাজ্জাদ চৌধুরী, এসআই জীবন দে, এএসআই এমদাদ হোসেন, এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মহেশখালীর নেনাছড়ি এলাকার চান মিয়ার ছেলে এসটি-৬৬/০৮ (অস্ত্র মামলার) ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. বেলাল উদ্দিন (৪২), পাহাড়তলী এলাকার শফিউল আলমের ছেলে পারি-১৪৫/২১(নারী নির্যাতন) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী নুরুল আবছার জিকু (৩২), রাখাইন পাড়া এলাকার মৃত আবুল বাশারের ছেলে সিআর-৬৪/২২ (প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী নুরুল আজিম(৪৮), নলবিলা এলাকার আমির হোসেনের ছেলে পারি-৭৭/২২( ডাবল সাজা) মামলার সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম (৩২), সিকদারপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে সিআর-৮০৩/২১ (প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন(৪৮) এবং চরপাড়া এলাকার মো. আলীর ছেলে মাদক সেবনকারী (অভ্যাসগত অপরাধী) মোবারক মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।

এই তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, পুলিশের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগের দিন ১৭ নভেম্বর (রোববার) ধর্ষণ চেষ্টা মামলার আসামি বেলাল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয় এবং গেল ১৬ নভেম্বর (শনিবার) গভীররাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, পাহাড় কাটা ও প্রতারণা মামলার ৪ সাজাপ্রাপ্তসহ ৭ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২৯ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ৩৩ জন সহ ৫৬ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর