রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ (লেদা) এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবা এবং বিক্রয়লব্ধ নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৭ নভেম্বর রবিবারে এপিবিএনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, দোকান মালিক ইসহাক (৪০), মোঃ আক্তার হোসেন (২৫) এবং রোহিঙ্গা নাগরিক মোঃ শামসুল আলম (৩০)। তল্লাশির সময় তাদের কাছ থেকে দুইটি নীল এয়ার টাইট পলিব্যাগ এবং একটি নীল কাগজে মোড়ানো ১০৮ পিস ইয়াবা ও ৮,৭৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর