মহেশখালীতে ১৩ মামলার জব্দকৃত মাদক পুড়িয়ে ধ্বংস

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালীতে ১৩ মামলার জব্দকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করলো পুলিশ।

১৮ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে মহেশখালী পুরাতন আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন, মহেশখালী থানা পুলিশ টিমসহ মহেশখালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল, ১ লক্ষ ২৯ হাজার ৯৬০ পিচ ইয়াবা, ৫০০ লিটার দেশি মদ ও ২০০ লিটার চোলাই মদ। এসব মাদকের বাজারমূল্য প্রায় কোটি টাকার অধিক। এ সব মাদক মামলায় ২৩ জন আসামি আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়। আলামতগুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো। তবে এসব মাদক ২০২৩ সালের, চলিত বছরের আরো মাদক ও আদামত ধ্বংস করা হবে আগামীতে।

এদিকে মহেশখালী উপজেলাজুড়ে মাদকের বিরুদ্ধে স্থানীয়দের জোরালো প্রতিবাদের কারনে অনেকটা বন্ধ হয়েছে মাদক ব্যাবসা ও বাংলা মদ উৎপাদন।

এছাড়া মহেশখালীর পৌরসভার দাসিমাঝির পাড়া, কালারমারছড়ার চালিয়াতলী, ছোট মহেশখালী, হোয়ানকসহ মহেশখালীর যেসমস্ত এলাকায় এখনো মাদকের অভয়ারণ্য রয়েছে সেসব এলাকায় পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় সচেতন মহলের।

অন্যদিকে, মহেশখালী থানায় এসআই মহসীন চৌধুরী-পিপিএম যোগদানের ২৮ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ২৭ জন সহ ৫০ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর