মহেশখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টা: অভিযুক্ত গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি বেলাল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ নভেম্বর (রোববার) গভীররাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টাইম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন খোরশাপাড়ার দলিলুর রহমানের ছেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী একজন ৫ বছর বয়সী শিশু। আসামি একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে ভুক্তভোগীকে আগে থেকেই খেলনাসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিল।

  • আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম

তারই জের ধরে গত ১৬ নভেম্বর বিকেলে ভুক্তভোগী পাশের বাড়িতে দোলনায় ছড়ে খেলতেছিল। এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণের চেষ্টায় জোরজবরদস্তির এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। এতে ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসামি ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে জানলে তার মা বাদী হয়ে গত ১৬ নভেম্বর মহেশখালী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় উক্ত ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি বেলালকে গভীররাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২৮ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ২৭ জন সহ ৫০ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।