দরিয়ানগরে খাল দখলের অভিযোগ: প্রশাসনের অভিযানে ৮১ টি পিলার উচ্ছেদ!

আবু সায়েম, কক্সবাজার :

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় ব্রীজের নিচ দিয়ে প্রবহমান বড়ছড়া নামক এলাকায় খালের উপর কংক্রিটের পিলার নির্মাণ করে খালের পানির প্রবাহ বাঁধা সৃষ্টি এবং খাল দখলের অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।

১৭ নভেম্বর ( রবিবার) বিকেল ৪ টায় কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন এবং সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) শারমীন সুলতানার নেতৃত্বে বনবিভাগ, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এসময় ছড়ার উপর নির্মিত ৮১ টি পিলার উচ্ছেদ করা হয়। খালের পানি প্রবাহ বাঁধা সৃষ্টি করায় বালিভর্তি জিওব্যাগগুলো কেটে মাটির সাথে মিশিয়ে বাঁধ অপসারণ করা হয়।

জানা যায়, দরিয়ানগর ব্রীজের নিচে বড়ছড়া নামক এলাকায় খাল দখলের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে স্থানীয় শ্রমিক ও বীচকর্মীদের সহযোগিতায় ৮১ টি পিলার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কয়েকটি বালিভর্তি জিওব্যাগ ফেলে খালের পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করায় জিওব্যাগগুলো কেটে বালি ও মাটির সাথে মিশিয়ে বালির বাঁধ অপসারণ করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) শারমীন সুলতানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বড়ছড়া এলাকায় খাল দখলের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ছড়ার উপর নির্মিত ৮১ টি পিলার ভেঙে উচ্ছেদ করা হয় এবং পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করায় জিওব্যাগ কেটে বালির সাথে মিশিয়ে দেওয়া হয়। অভিযানে অপরাধের সাথে জড়িত কাউকে আটক করা হয় নি।জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনের মামলা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মুসাইব ইবনে রহমান, ভূমি অফিসের নাজির আলমগীর, ব্যাটেলিয়ন আনসার, বীচ কর্মী এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর