ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় নতুন করে জীবন পেল ৩ প্রজাতির ৫৮টি পাখি। রবিবার(১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বালুখালী ক্যাম্পের অভ্যন্তরে অভিযান চালিয়ে শিকারিদের কবল থেকে পাখিগুলো উদ্ধার করেন। একইদিন বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারিন তাসনিম তাসিনের উপস্থিতিতে উদ্ধার করা বকপাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনবিভাগের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সহকারী বন সংরক্ষকের তত্বাবধানে বালুখালী ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে ফাঁদ পেতে শিকার করে বাজারে বিক্রি করার সময় ৪৮টি বকপাখি, ৬টি শালিক এবং ৪টি পানকৌড়ি উদ্ধার করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”বনের পাখি বনেই সুন্দর। পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী অনন্য ভূমিকা রাখে। রবিবার দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাজারে বিক্রি করার সময় তিন প্রজাতির ৫৮টি পাখি উদ্ধার করা হয়। থাইংখালী বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-