মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় ঝরল উখিয়ার যুবকের প্রাণ

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে শামলাপুর স্টেশন এলাকার মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে।

বিষয়টি কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল সংগ্রহ করছে পুলিশ।

তিনি বলেন, সকালের দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরায় মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলকে পিছন দিক দিয়ে একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর হয় আরোহী যুবক। পরবর্তীতে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান উখিয়ার হলদিয়ারপালং ইউনিয়নের ধুরুংখালীর আলীপাড়া নিবাসী আবদুল গফুরের ছেলে। এবং টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন।

আরও খবর