মহেশখালীতে আরও এক সাজাপ্রাপ্ত আসামি ধরা!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালী থেকে মারামারি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত রনি কান্তি দে নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি রনি (৩২) উপজেলার চরপাড়া গ্রামের হরি কান্তি দে’র ছেলে।

১৬ নভেম্বর (শনিবার) সকালে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গোরকঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে জিআর-১১৪/১৪ (মারামারি) মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

এই তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, পুলিশের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি রনিকে সকালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২৬ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ২৩ জন সহ ৪২ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর