কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালীতে ছিনতাই, ডাকাতি ও অস্ত্র এবং মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার) গভীররাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, আলী আকবরের ছেলে সিআর ২৩২/২৩- এর আসামি মো. শাহীন, সিআর ১২০/২৪-এর আসামি আবদুর রহিমের ছেলে শেশইতুল করিম, জিআর ১৫১/২৩-এর আসামি মৃত জালাল আহমেদের ছেলে মো. সেকাব, জিআর ১২১/২২- এর আসামি মৃত হাকিম আলীর ছেলে সিরাজ মিয়া, জিআর ১৫৪/১৬-এর আসামি আবদু রশিদের ছেলে হেলাল উদ্দিন এবং একই মামলার আরেক আসামি মৃত মিয়া হোসেনের ছেলে আবদু সাত্তার।
বিষয়টি নিশ্চিত করে ওসি কাইছার হামিদ জানান, মহেশখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গভীররাতে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং মহেশখালী থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-