গত ১৩ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায়”নৌকায় ভ্রমণ শেষে তিনি এখন ধানের শীষে” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে আওয়ামী লীগের সাথে আঁতাত আছে এবং ভোল্ট পাল্টে বিএনপির না ভাঙ্গানোর যে কথাটি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরে ২০০৮ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করি। এরপর ২০১৩ থেকে অদ্যবধি পর্যন্ত উখিয়া উপজেলা বিএনপির ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। দলের সুসময় দু:সময় দেখিনি,বিএনপির জন্য সবসময় ছিলাম নিবেদিত।
গত ইউপি নির্বাচনে আমার আত্নীয় নির্বাচনে অংশগ্রহণ করলে সে সুবাধে মনোনয়ন ফরম সংগ্রহের সময় সাথে যায়। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। এভাবে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সামাজিক সম্প্রীতি নষ্ট হতে বেশি সময় লাগবেনা মনে করি।
বিএনপি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সুবাধে অসংখ্য বিএনপির নেতাকর্মী তাদের আত্নীয় স্বজনদের অনুরোধে নির্বাচনে মাঠ পর্যায়ে কিছুটা সক্রিয় ছিলো। যা অস্বীকার করার সুযোগ নেই। তবে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে মন্দিন ভাঙ্গাসহ অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছি দলে সক্রিয় অংশগ্রহণ থাকার কারণে। আমি সবসময় বিএনপির জন্য জনগণের কাছে আওয়ামী সরকারের বিরুদ্ধে তাদের অপকর্ম তুলে ধরে সমস্ত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। এছাড়া সংবাদে উল্লেখ করা হয়েছে, একজন ব্যবসায়ীকে হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে। যার কোনো তথ্য প্রমাণ নেই। এককথায় এটি মনগড়া বক্তব্য।
আমি গত ৯বছর একটানা কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি। ব্যবসায়ীদের ক্ষতি করলে একটানা তিনবার ( নয় বছর) কিভাবে সভাপতি নির্বাচিত করে? আমি সবসময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ছিলাম, আছি এবং থাকবো।
সংবাদ প্রকাশের পূর্বে গভীরভাবে যাচাই-বাছাই করার বিনীত অনুরোধ জানাচ্ছি জাতির দর্পণ সাংবাদিক ভাইদের প্রতি। এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
- বিনীত
আলহাজ্ব আবু ছিদ্দিক সও: - সাবেক সভাপতি: কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-