মহেশখালীতে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ গ্রেফতার ১০

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২ জন’সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইছার হামিদ এর নেতৃত্বে সদ্য যোগদানকৃত এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এসআই রাইটন দাশ, এসআই সাজ্জাদ হোসেন, এএসআই এমদাদ হোসেন, এএসআই এজাহার মিয়া সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মহেশখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামী হলেন, উপজেলার মুহুরীর ডেইল এলাকার মৃত নুরুল আবছারের ছেলে জিআর-৮০/১৯ (মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ সালাহ উদ্দিন (৩৫) ও কালা গাজীর পাড়ার মৃত জয়নালের স্ত্রী সিআর-৩৭/১৮ (প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগম (৪৫)।

আরও পড়ুন: মহেশখালীতে সাজাপ্রাপ্ত দুই প্রতারক গ্রেফতার

এছাড়াও ওয়ারেন্টমূলে গ্রেফতার আসামিরা হলেন, কালামারছড়ার জালাল আহমেদের ছেলে জিআর-২১৬/১৫ মামলার আসামী হাসান নুর (৩০), আধারঘোনার আবদুস সালামের ছেলে জিআর-১৭/১৪ মামলার আসামী মো. সুমন (২৬), ফকিরামোড়ার মো. আমিনের ছেলে জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন (৪৫), মাঝেরপাড়ার আবদুর রহমানের ছেলে নারী ও শিশু-৯১/২০ মামলার আসামী আবদুর রহিম (৩৫), গোরকঘাটার নুরুল ইসলামের ছেলে সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার (৪২), ফকিরাঘোনার আমির হোসেনের ছেলে সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোহাম্মদ হানিফ (৩০), বড় মহেশখালীর আবুল বশরের ছেলে জিআর-২০৯/২৪ মামলার আসামী মো. ইসহাক (৪০) এবং ফকিরাঘোনার মৃত আলীর ছেলে সিআর-৪১৩/২৩ মামলার আসামী ফজল আহমদ (৪৫)।

আটকের বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২৪ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ২২ জন সহ ৪১ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।