কক্সবাজারে বিদেশ যাওয়ার টাকার জন্য ভাতিজিকে অপহরণ, গ্রেপ্তার ২

কক্সবাজার জার্নাল রিপোর্ট :

কক্সবাজারের রামুতে বিদেশ যাওয়ার টাকার জন্য আপন ভাতিজি আফিয়া জান্নাত আরোয়াকে (৮) অপহরণ করেন চাচা ও তার বন্ধু। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) চাচা হাসনাইনুল হক নাঈম (২৩) ও তার বন্ধু শাহীনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে গত শনিবার (১০ নভেম্বর) আরোয়া মাদরাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ওই থানার ফতেখাঁরকুল ইউনিয়নের চর সিকদারপাড়া এলাকার নাঈম বিদেশ যাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চান। পরিবার টাকা দিতে অনীহা প্রকাশ করায় বন্ধু শাহীনকে নিয়ে আরোয়াকে অপহরণের পরিকল্পনা করেন। তাই এলাকার এমদাদুল উলুম মাদরাসার গেটের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় আরোয়াকে অপহরণ করে দুই বন্ধু। পরে ওইদিন বেলা ১১টার দিকে আফিয়ার মায়ের মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে মানব পাচারকারীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করে দেবে অথবা খুন করে লাশ গুম করে ফেলবে।

এরপর ১১ নভেম্বর আরোয়ার মা রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর সুত্র ধরে তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্তের পর রাতে অভিযান চালিয়ে নাঈম ও শাহীনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের অপহরণের সত্যতা স্বীকার করেন তারা। পরে তাদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর