কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার :

কক্সবাজার সদরের বাংলাবাজার মোক্তারকুল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল্লাহ আল ফায়সাল (৩০) নামে মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল ফায়সাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়ার মৃত ফরিদুল আলমের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রামু থেকে মোটরসাইকেলযোগে কঙবাজার শহরে যাওয়ার পথে তাকে পেছনের দিকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফায়সালকে মৃত ঘোষণা করেন।

আরও খবর