উখিয়া-টেকনাফের ৪০ জন নারীসহ ৬০ খেলোয়াড়দের জন্য ৭ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি :


উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্লাবের ২০ জন স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ৪০ জন কিশোরীর জন্য ৭ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন স্থানীয় ৪০ জন কিশোরীর ফুটবল দক্ষতা বৃদ্ধি এবং ২০ জন ফুটবল খেলোয়াড়কে কোচ হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। কিশোরীদের ফুটবল খেলার দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, ২০ জন ফুটবল খেলোয়াড়কে ৭ দিনের কোচিং প্রশিক্ষণও প্রদান করা হবে।

ইতিপূর্বে ইউএনএইচসিআরের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন রোহিঙ্গা ও স্থানীয় যুবকদের মধ্যে ১৮টি এবং উখিয়া ও টেকনাফের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ৩৩টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। এই প্রশিক্ষণ অর্জিত দক্ষতা অন্যান্য ক্লাবের ৮০ জন খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে দেওয়া, স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বৃদ্ধি, দক্ষ ফুটবল প্রশিক্ষক ও খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদকসহ অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফুটবল খেলার বিভিন্ন কৌশলের বাস্তবভিত্তিক প্রয়োগ জানতে পারবে এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবে।

রোববার (১০ নভেম্বর) সকালে থাইংখালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং এপিবিএন ৮-এর সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাদীর উপস্থিতিতে এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআরের স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রেজাউল করিম, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব মো. ফারুক আহমেদ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুস্তফা কামাল, ইমাম প্রতিনিধি জাফর আলম, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মুজাফফর আহমেদ, সাংবাদিক ও শিক্ষক পরিবারের সভাপতি কামরুদ্দিন মকুল, সহকারী শিক্ষক খুকন বড়ুয়া, শফিকুল আলম, জয়নাল আবেদিন, এবং শান্তিপূর্ণ সহাবস্থান কমিটির সদস্য ইলিয়াস মিন্টু, খুরশেদ আলম ও মো. নোমান।

বক্তারা খেলাধুলার বিভিন্ন উপকারিতার ওপর আলোচনা করেন, যেমন স্বাস্থ্য ও সুস্থতা, সামাজিক সম্পর্ক, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, ক্রীড়া প্রতিভার বিকাশ এবং সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার।

কোস্ট ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর আহমেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে যুবাদের খেলাধুলা ও প্রশিক্ষণের বিভিন্ন চিত্র উপস্থাপন করেন স্পোর্টস কো-অর্ডিনেটর মোঃ আরিফ উল্লাহ।

আরও খবর