মহেশখালীতে সাজাপ্রাপ্তসহ আরও দুই আসামি কারাগারে!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

 

কক্সবাজারের মহেশখালীতে মাদক সাজাপ্রাপ্ত আসামী খোকন দে (৪৫) ও ওয়ারেন্টভুক্ত আসামি সাদেক নুর (২৫) কে গ্রেফতার  করেছে থানা পুলিশ।

৮ নভেম্বর (শুক্রবার) গভীররাতে থানা এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরপাড়ার পশ্চিম হিন্দু পাড়া এলাকার মৃত রাজেন্দ্র লাল-এর ছেলে খোকন দে (৪৫) ও হোয়ানক বানিয়াকাটা এলাকার সৈয়দ নুর-এর ছেলে সাদেক নুর।

পুলিশ সূত্রে জানা যায়- ২০২০ সালের একটি মাদক মামলায় খোকনকে ৬ মাসের সাজার আদেশ দেয় আদালত। যার মামলা নং: জিআর-৫৮/২০। এই মামলায় শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

অপরদিকে একই রাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম আরেক অভিযান চালিয়ে জিআর- ১৮(৭)২৪ (মারামারি) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাদেক নুরকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান- আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২১ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১৯ জন সহ ২৮জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর