টেকনাফে ৬ কোটি টাকার মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা :

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ হাজার ৭০০ ইয়াবাসহ দুইজন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হল- টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেরুনতলি এলাকার মৃত ফেরদৌসের ছেলে মো. আবদুর রহমান (৪৫) ও সাবরাং ইউনিয়নের আলির ডেইল এলাকার উমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩৬)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বড়ইতলী এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থানকালে একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বড়ইতলী এলাকার দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

অপরদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে টেকনাফ কক্সবাজারগামী একটি মোটর সাইকেল আটক করা হয়। ওই মোটরসাইকেল চালকের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের চেইন কভারের পাশে চকেটজবারের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ২ হাজার ৭ শ’ ইয়াবা উদ্ধার করা হয়। তাছাড়াও একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর