মহেশখালীতে সাজাপ্রাপ্তসহ আরও দুই আসামি গ্রেফতার

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে মাদক সাজাপ্রাপ্ত আসামী মৃদুল সেন (৪২) ও ওয়ারেন্টভুক্ত আসামি মোহছেন আলী (৪৫) কে গ্রেফতার  করেছে থানা পুলিশ।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) গভীররাতে থানা এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরপাড়ার মৃত প্রফুল্ল সেন-এর ছেলে মৃদুল সেন (৪২) ও ধলঘাট পাড়ার শের আলীর ছেলে মোহছেন আলী।

পুলিশ সূত্রে জানা যায়- ২০২১ সালের একটি মাদক মামলায় মৃদুল সেনকে ৬ মাসের সাজার আদেশ দেয় আদালত। যার মামলা নং: জিআর-৫৮/২১। এই মামলায় বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই আল আমিন, এসআই অসীম চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

অপরদিকে একই রাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম আরেক অভিযান চালিয়ে জিআর- ১৭(৩)২৪ (মারামারি) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহছেন আলীকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান- আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে তিনি সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী-পিপিএম মহেশখালী থানায় যোগদানের ২০ দিনের মাথায় এ পর্যন্ত বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১৮ জন সহ ২৫ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এর আগে তিনি চকরিয়া হারবাং থানায় কর্মরত থেকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এবং অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক লাভ করেন।

আরও খবর