কুতুবদিয়ায় স্ত্রী-সন্তান খুন: স্বামী ফের ৪ দিনের রিমান্ডে

কুতুবদিয়া সংবাদদাতা :

কক্সবাজারের কুতুবদিয়ায় বহুল আলোচিত মা-মেয়েকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি স্বামী নুরুল আবছার নুরু সওদাগরের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার এসআই মো. মোজাম্মেল হোসেন পূর্বকোণকে জানায়, ইতিপূর্বে ৩ দিনের রিমান্ডে অপরিচিত নারীদের সাথে পরকীয়ায় জড়িতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়। অনুরূপ ঘটনার আসল রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ওই আসামির আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণপূর্বক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর (শনিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার আলী আকবর ডেইলের আব্দুল হাদি সিকদার পাড়া (শান্তি বাজার) এলাকায় নিজ বাসভবনে ‘মুনতাছির ম্যানশনে’ মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় স্বামী নুরু সওদাগরকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৪-৫জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত গৃহবধূ রুনা আকতারের বড় ভাই সিরাজ দৌল্লাহ্। এতে স্বামীসহ তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়।

আরও খবর